Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪০, ৩ এপ্রিল ২০২৫

বিএনপি নেতা ফজলুর রহমানের ভোটের মাঠ

বিএনপি নেতা ফজলুর রহমানের ভোটের মাঠ
ছবি: সংগৃহীত

বিএনপ’র ভাড়াটে নেতা ফজলুর রহমান। তিনি প্রাক্তন ছাত্রলীগ নেতা। এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি বেগম খালেদা জিয়াকে কি উপদেষ বা পরামর্শ দেন এটা নিয়ে বিএনপি অনুরাগীদের মধ্যে ব্যপক কোৗতুহল। 

কথায় আছে, ‘ওয়ান্স আওয়ামীলীগ ইজ অলওয়েজ আওয়ামীলীগ’। বিএনপি নীতিনির্ধারকরা এটা কি বোঝেন না, না-কি বুঝেই ষড়যন্ত্র করছেন সেটা বোঝাই বড় মুশকিল।

৫ আগেষ্ট খুনি হাসিনার পতন এবং ভারতে পলায়নের পর তাকে রাজনীতি নিয়ে বেশ উত্তেজিত দেখা যায়।  বিশেষ করে যারা (ছাত্ররা) ফ্যাসিস্ট হাসিনাকে খেদিয়ে বিদায় করতে সামনের সারি থেকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন, তাদের প্রতিই তার বেশি বিষোদগার। এটা কি জোঁকার ওবায়দুল কাদেরের ভাষায় ‘জ্বালা, জ্বালা, অন্তর জ্বালা’ না-কি অন্য কিছু, তা ফজলুর রহমানই ভালো বলতে পারবেন।

ইদানীং তিনি কথায় কথায় ভোটের রাজণতির কথায়ও বলেন। এ নিয়ে অতি সম্প্রতি চ্যানেল-২৪ এর সিনিয়র সাংবাদিক মাসুদ উর রহমান তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে বলেন, প্রাক্তন ছাত্রলীগ নেতা ফজলুর রহমানের এখন অবসর নেয়া উচিৎ----------। এর পাশাপাশি তিনি কথিত নেতার বিগত ৪ টার্ম বিভিন্ন দল থেকে নির্বাচনে অংশগ্রহণের একটি চিত্রও তুলে ধরেন। ‘সবার দেশ’ পাঠকদের জন্য তা নিচে তুলে ধরা হলো।

২০০৮
কিশোরগঞ্জ-৪
সংসদীয় আসন নং: ১৬৫
দল: বিএনপি (ধানের শীষ)
প্রাপ্তভোট: ৯২,০৫২ (পরাজিত)

২০০১
কিশোরগঞ্জ-৫
সংসদীয় আসন নং: ১৬৬
দল: কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা)
প্রাপ্তভোট: ৬৩,৬৫৬ (পরাজিত)

১৯৯৬
কিশোরগঞ্জ-৫
সংসদীয় আসন নং: ১৬৬
দল: স্বতন্ত্র 
প্রাপ্তভোট: ৫২,০২৪ (পরাজিত)

১৯৯১
কিশোরগঞ্জ-৩
সংসদীয় আসন নং: ১৬৪
দল: আওয়ামী লীগ (নৌকা)
প্রাপ্তভোট: ৪০,২০৫ (পরাজিত)

অর্থাৎ, তিনি ছোট বড় প্রায় সব দল থেকেই চেষ্টা করে দেখেছেন সাধের এমপি হওয়ার সাধ মেটাতে। কিন্তু জনগন তাকে বারবারই ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। কিশোরগঞ্জের জনগন বিশেষ কোন দলকে নয়, ফজলুর রহমানকে প্রত্যাখ্যান করেছেন। 

নেটিজেনরা এমনও মন্তব্য করছেন, এমপি হওয়ার খায়েস মেটাতে এবং এমপি হওয়ার নিশ্চয়তা পেলে, তিনি তার তুচ্ছ তাচ্ছিল্যের দল এনসিপি কিংবা জামায়াত থেকেও নির্বাচন করতে দ্বিধা করবেন না।

সবার দেশ/কেএম