Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৪, ৯ এপ্রিল ২০২৫

ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ সহযোগী

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ কারাগারে

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ কারাগারে
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কিশোর মো. শামীম হত্যাকাণ্ডের মামলায় বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। এর আগে রাতে গুলশান-২ এলাকা থেকে মোরশেদ আলমকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মোরশেদ আলমকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক শাহীন মিয়া কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ তার জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী তার জামিনের বিরোধিতা করেন এবং তাকে কারাগারে আটক রাখার পক্ষে মত দেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ‘বৈষম্যবিরোধী আন্দোলন’-এ অংশ নেয় ১৩ বছর বয়সী কিশোর মো. শামীম। ওইদিন বিকেলে হোটেল চিলিসের সামনে বিক্ষোভ চলাকালে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে শামীম পরদিন (৬ আগস্ট) সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যায়।

পরে গত ৩ অক্টোবর ভুক্তভোগী শামীমের মা জাহানারা বেগম ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের ১২৮ জন নেতা-কর্মীকে এজাহারনামীয় আসামি করা হয়।

বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ব্যবসায়ী অঙ্গনে সক্রিয় মোরশেদ আলম আরটিভির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও পুনঃনির্বাচিত হন।

বিনা ভোটের এ এমপি ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ হিসেবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বৈধ-অবৈধ বিপুল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলেন এবং আন্দোলন দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মামলাটির তদন্ত করছে পিবিআই। সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, এ মামলার সঙ্গে জড়িত আরও কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীর নাম উঠে এসেছে, যাদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আগামী দিনে আরও গ্রেফতার হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি।

সবার দেশ/কেএম