Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ১০ এপ্রিল ২০২৫

১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান

বিএনপির ১ ট্রিলিয়ন ডলারের ইকোনমি ঘোষণা 

বিএনপির ১ ট্রিলিয়ন ডলারের ইকোনমি ঘোষণা 
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আগামীতে সরকার গঠন করতে পারলে মাত্র ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করেছে। একইসঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার রোডম্যাপ ঘোষণা করেছে দলটি।

এ পরিকল্পনা ঘোষণা করা হয় বৃহস্পতিবার (১০ এপ্রিল) আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে। এতে দলটির পক্ষ থেকে বিনিয়োগবান্ধব ১১ দফা রেগুলেটরি সংস্কার, ট্যাক্স ব্যবস্থার সংস্কার এবং দক্ষ মানবসম্পদ তৈরির প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

বিএনপি জানিয়েছে, বর্তমানে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) জিডিপির মাত্র ০.৪৫ শতাংশ হলেও, সেটিকে ২.৫ শতাংশে উন্নীত করার মধ্য দিয়েই ২০৩৪ সালের মধ্যে জিডিপি বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়া হবে।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তায় বলেন, ঐক্যই হবে ভবিষ্যতের জাতীয় উন্নয়নের ভিত্তি। একইসঙ্গে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিনিয়োগবান্ধব পদক্ষেপগুলোর স্মরণ করেন।

রোডম্যাপে আরও যা রয়েছে:

  • ট্যাক্সের নামে জনগণের উপর বাড়তি বোঝা চাপানো বন্ধ করা হবে
  • ট্যাক্স আতঙ্ক দূর করে অংশগ্রহণমূলক কর ব্যবস্থা চালু
  • দেশের ভেতরে কর্মদক্ষ মানবসম্পদ গড়ে তোলা
  • বিদেশে চাকরির সুযোগ বাড়ানোর জন্য প্রশিক্ষণ, প্রণোদনা ও কূটনৈতিক উদ্যোগ

সামিটে তুলে ধরা এজেন্ডায় জোর দেওয়া হয়েছে বিনিয়োগকারীদের সুবিধা, নিরাপত্তা এবং দ্রুত সেবাপ্রাপ্তির উপর। দেশের তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের শ্রমশক্তিতে রূপান্তরের প্রতিশ্রুতিও দেয়া হয়।

সবার দেশ/কেএম