ইসরায়েলবিরোধী র্যালিতে রাজধানীতে বিএনপির ঢল

গাজায় ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি প্রতিবাদ ও সংহতি র্যালির আয়োজন করেছে। বুধবার (৯ এপ্রিল, ২০২৫) বিকাল ৪টা ৫০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই র্যালিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
র্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের মোড়ে গিয়ে শেষ হবে। একই দিনে দেশের সব মহানগরেও এ কর্মসূচি পালন করছে দলটি।
র্যালিতে নেতাকর্মীরা ‘ফিলিস্তিন, ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘তুমি কে আমি কে ফিলিস্তিন, ফিলিস্তিন’ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে এলাকা। দুপুর ২টা থেকেই বিএনপির হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশের জাতীয় পতাকা, ফিলিস্তিনি পতাকা এবং দলীয় পতাকা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন।
র্যালির আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশের শুরুতে গাজায় ইসরাইলি হামলায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এছাড়া কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ র্যালির মাধ্যমে বিএনপি ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
সবার দেশ/কেএম