Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৪, ১৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:০৬, ১৭ এপ্রিল ২০২৫

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান

জামায়াতের দাবি তিন শর্ত পূরণ শেষে নির্বাচন

ডা. শফিকুর রহমান জানান, ফেব্রুয়ারি ২০২৬-এর সময়সীমা কঠিন নয়। শর্তগুলো পূরণ হলে এর আগে বা পরেও নির্বাচন সম্ভব। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলের সরকারের সঙ্গে সমন্বয় করা উচিত। যত দ্রুত সমন্বয় হবে, তত দ্রুত নির্বাচন হবে।

জামায়াতের দাবি তিন শর্ত পূরণ শেষে নির্বাচন
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পূর্বে তিনটি শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো—মৌলিক সংস্কার, ফ্যাসিস্টদের বিচার এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, ফেব্রুয়ারি ২০২৬-এর সময়সীমা কঠিন নয়। শর্তগুলো পূরণ হলে এর আগে বা পরেও নির্বাচন সম্ভব। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলের সরকারের সঙ্গে সমন্বয় করা উচিত। যত দ্রুত সমন্বয় হবে, তত দ্রুত নির্বাচন হবে। জামায়াত ৪১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, যার মধ্যে ৬টি মৌলিক সংস্কারের ওপর জোর দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের বিচার এমনভাবে হতে হবে, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয়। নির্বাচন পদ্ধতি এমন হওয়া উচিত, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও সংলাপের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। বিচার প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা না দিলেও এটি তাদের অন্যতম দাবি বলে জানান তিনি।

সম্প্রতি ইউরোপ সফর প্রসঙ্গে জামায়াতের আমীর বলেন, তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এটি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেয়ার জন্য ছিলো, কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

সংবাদ সম্মেলনে জামায়াতের আমীর সংস্কার ও নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতার ওপর জোর দিয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সবার দেশ/কেএম