Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১২, ১৯ এপ্রিল ২০২৫

এনসিপি নেতারা স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছে বললেন ড. আলী রীয়াজ

কোনো দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছা নেই: নাহিদ

কোনো দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছা নেই: নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের লক্ষ্য রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার, কোনো দলকে ক্ষমতায় বসানো নয়। 

শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে এনসিপির আট সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। দলটির প্রতিনিধিদের মধ্যে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা।

সূচনা বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। আমাদের উদ্দেশ্য কোনও দলকে ক্ষমতায় বসানো নয়, বরং রাষ্ট্রের মৌলিক কাঠামোতে সংস্কার আনা। তিনি আরও জানান, এনসিপি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করে যাচ্ছে।

বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, এনসিপি নেতৃবৃন্দ স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছে, এ অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার পর্যদুস্ত করা হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসের শিকার হয়েছে। একদল বা একক ব্যক্তির ক্ষমতার কেন্দ্রে পরিণত হয়েছিল রাষ্ট্র। সংস্কারের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন সম্ভব, বলেন তিনি।

বৈঠকে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এনসিপি ও ঐকমত্য কমিশনের মধ্যে এ সংলাপকে রাষ্ট্র সংস্কারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সবার দেশ/কেএম