কর্মীরা মার খাচ্ছে ঢাকায়
আ’লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর আনন্দমেলা লন্ডনে

যুক্তরাজ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলের বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে একসঙ্গে দেখা গেছে। গত রোববার লন্ডনের ওটু এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ ছাড়া সিলেট–৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও উপস্থিত ছিলেন।
গত ৫ আগস্ট ২০২৪-এ ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর এ প্রথম সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একসঙ্গে প্রকাশ্য অনুষ্ঠানে দেখা গেল। এর আগে আবদুর রহমান ও শফিকুর রহমান ৮ ডিসেম্বর ভার্চ্যুয়াল সমাবেশে, খালিদ মাহমুদ ২ ফেব্রুয়ারি কর্মীসমাবেশে এবং হাছান মাহমুদ ৩০ মার্চ ঈদের জামাতে লন্ডনে উপস্থিতি জানান।
তবে এ উপস্থিতি নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের এক নেতা বলেন, দেশে হাজার হাজার নেতা-কর্মী কারাগারে বা আত্মগোপনে থাকলেও সাবেক মন্ত্রীরা বিদেশে বিলাসী জীবনযাপন করছেন। এটা লজ্জাজনক ও দুঃখজনক।
সবার দেশ/কেএম