কৃষকদের জন্য ফার্মার্স কার্ড ঘোষণা তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের জন্য বড় ঘোষণা দিয়েছেন। প্রতি বছর প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের একটি ফসল চাষের পুরো খরচ সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হবে। বুধবার (২৩ এপ্রিল) রংপুরে বিএনপির ৩১ দফা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান জানান, একজন কৃষক বছরে দুই বা তিনটি ফসল ফলালে আমরা একটি ফসলের পূর্ণ সহায়তা দেবো। এটি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য, যাদের সাত-দশ বিঘার বেশি জমি নেই। তিনি আরও বলেন, ‘ফার্মার্স কার্ড’ চালু হবে, যাতে কৃষকের নাম, জমির পরিমাণ, দাগ নম্বর থাকবে। এটি দিয়ে কৃষকরা সহজে ঋণ পাবেন, দালালের প্রয়োজন হবে না।
কর্মশালায় রংপুর, নীলফামারী ও সৈয়দপুরের বিএনপি ও অঙ্গদলের নেতারা অংশ নেন। তারেক রহমান আরও ঘোষণা দেন, আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্তদের জন্য শিক্ষিত বেকার ভাতার ব্যবস্থা করা হবে। এটি এক বছর পর্যন্ত চলবে, এর মধ্যে সরকার তাদের কর্মসংস্থানের চেষ্টা করবে।
সংখ্যালঘুদের জন্য সংসদে ৫% সংরক্ষিত আসনের প্রশ্নে তিনি বলেন, বিএনপি সব নাগরিককে বাংলাদেশি হিসেবে দেখে, ধর্ম-বর্ণ দিয়ে নয়। সবাই সমান অধিকার পাবেন। নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০-তে বাড়ানোর প্রস্তাবও তিনি তুলে ধরেন।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তারেক বলেন, তিস্তা রংপুরের তিন কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এটি নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু সমাধান হয়নি। বিএনপি ক্ষমতায় এলে তিস্তার সমস্যা সমাধানে কাজ করবে।
কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এটি রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন সামসুজ্জামান সামু এবং সঞ্চালনা করেন আব্দুস সাত্তার পাটোয়ারী।
সবার দেশ/কেএম