Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ২৫ এপ্রিল ২০২৫

‘গড়বো মোরা ইনসাফের দেশ’ স্লোগানে নতুন দলের আত্মপ্রকাশ

ইলিয়াস কাঞ্চনের নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ 

ইলিয়াস কাঞ্চনের নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ 
ছবি: সংগৃহীত

আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ (জেপিবি) নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘গড়বো মোরা ইনসাফের দেশ’ স্লোগানে দলটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইলিয়াস কাঞ্চন, যিনি দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। মহাসচিবের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।[]

অনুষ্ঠানে শওকত মাহমুদ দলের নাম ঘোষণা এবং ইশতেহার পাঠ করেন। তিনি বলেন, ‘জনতা পার্টি বাংলাদেশ’ উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি মধ্যপন্থী দল হবে। ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদে আমাদের দৃঢ় অবস্থান থাকবে।

ইলিয়াস কাঞ্চন তার বক্তব্যে বলেন, ৩২ বছর ধরে নিরাপদ সড়কের জন্য কাজ করেও তা বাস্তবায়ন করতে পারিনি। সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটি সম্ভব নয়। আমি সততার সঙ্গে এ দলে দেশের জন্য কাজ করে যাবো।

দলটির ২৭ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যানদের মধ্যে রয়েছেন রফিকুল হক হাফিজ, ওয়ালিউর রহমান খান, রেহানা সালাম, মো. আবদুল্লাহ, এম এ ইউসুফ ও নির্মল চক্রবর্তী। 

এছাড়া, সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু ও নাজমুল আহসান। সমন্বয়কারী হিসেবে নুরুল কাদের সোহেল এবং বিভিন্ন পদে মুরাদ আহমেদ, গুলজার হোসেন, হাসিবুর রেজা কল্লোলসহ অন্যরা দায়িত্ব পেয়েছেন।

উপদেষ্টা পরিষদে রয়েছেন শাহ মো. আবু জাফর, মেজর (অব.) মুজিব, ইকবাল হোসেন মাহমুদ, ডা. ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী, আউয়াল ঠাকুর, তৌহিদা ফারুকী ও মামুনুর রশীদ।

অনুষ্ঠানে বিএনএম’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাড়ে ছয় মাসে দেশে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। তবে, ইলিয়াস কাঞ্চনের দলের নাম ‘জনতার পার্টি বাংলাদেশ’ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান দাবি করেছেন, তাদের দলের নামের সঙ্গে সাদৃশ্য থাকায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং তারা ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

জনতা পার্টি বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে। দলটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে।

সবার দেশ/কেএম