Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০২, ৩০ এপ্রিল ২০২৫

টানা ৩  দিনের ছুটিতে ৩ সমাবেশ

টানা ৩  দিনের ছুটিতে ৩ সমাবেশ
ফাইল ছবি

আগামী ১ থেকে ৩ মে ২০২৫ পর্যন্ত ঢাকায় টানা তিন দিনের সরকারি ছুটির সময় তিনটি রাজনৈতিক দল ও সংগঠন পৃথক জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে, যা রাজধানীতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা তৈরি করেছে।

১ মে (বৃহস্পতিবার), আন্তর্জাতিক শ্রমিক দিবসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন। সমাবেশে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ ও টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।

২ মে (শুক্রবার), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে বড় সমাবেশ করবে।

৩ মে (শনিবার), হেফাজতে ইসলাম বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে, যেখানে প্রধান দাবি হলো তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৩০০ মামলা প্রত্যাহার, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের বিভিন্ন ঘটনায় নিহতদের হত্যার বিচার, সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন, এবং ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের নিপীড়নের প্রতিবাদ। সভায় সভাপতিত্ব করবেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব।

সবার দেশ/কেএম