Advertisement

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ৩০ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড: জামায়াত আমির

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের বিরুদ্ধে এক তীব্র মন্তব্য করে বলেছেন, আওয়ামী লীগের ফিরে আসার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। স্বৈরশাসকরা কখনও ফিরে আসে না। তিনি আরও মন্তব্য করেছেন, আওয়ামী লীগ একটি আত্মস্বীকৃত খুনি দল, যারা খুনের হুঙ্কার দিয়েই চলেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান ভারতকে বাংলাদেশের অশান্তির কারণ না হতে আহ্বান জানিয়ে বলেন, ভারত যেন বাংলাদেশের সীমা লঙ্ঘন না করে। তিনি ১৯৭২ সালের পরবর্তী বাংলাদেশে সংঘটিত সকল অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশের দাবিও করেন।

এছাড়া, তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনগুলোর প্রসঙ্গে আওয়ামী লীগকে অভিযোগ করেন বলেন, এদেশের সাধারণ জনগণ ভোট দিতে পারেনি। ২০১৪ সালে আওয়ামী লীগের ১৫৪টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখলের কথা উল্লেখ করেন তিনি। জামায়াত আমির ২০১৮ সালের ‘মিডনাইট ইলেকশন’ এবং ২০২৪ সালের নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ হিসেবে অভিহিত করেন।

শফিকুর রহমান ঠাকুরগাঁও জেলার উন্নয়নের বিষয়েও কথায বলেন। জামায়াত আমির আহ্বান জানিয়ে বলেন, কোনো জেলা যেন বৈষম্যের শিকার না হয়। ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার জন্য আবেদন করেন তিনি।

এ সময় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

সবার দেশ/এফএস