গুম খুনের বিচার বাংলার মাটিতেই হবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিচার বহিভূর্ত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার এ বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। পালিয়ে কেউ পার পাবে না। তিনি দাবি করেছেন, দেশে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে। গত ১৬ বছর ধরে স্বৈরাচারী সরকার, বিশেষ করে গোলাম রব্বানীর মতো হাজার হাজার মানুষকে হত্যা ও নির্যাতন করেছে। তিনি আরও বলেন, আমরা আর চাইনা গোলাম রব্বানীর মতো কেউ মৃত্যুবরণ করুক।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের দুবাছরী দাখিল মাদরাসা মাঠে রামগঞ্জ ট্র্যাজেডি শিকার বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের কাছে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলে তার দোসররা এখনও দেশে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি দেশের শিক্ষা, চিকিৎসা, বেকার সমস্যা ও কৃষি ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে বিভিন্ন দলকে এক হয়ে কাজ করতে হবে। জাতির সামনে বড় যুদ্ধের কথা তুলে ধরে বলেন, গোলাম রব্বানীসহ যারা জীবন দিয়ে অধিকার আদায়ের সংগ্রামে অংশ নিয়েছেন, তাদের সে অধিকার আদায়ের জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে।
এ সময় নীলফামারী, পঞ্চগড় এবং দিনাজপুর জেলার ১২ শহীদ পরিবারের সদস্যদের মাঝে ছয় লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং গোলাম রব্বানীর পরিবারের কাছে নতুন বাড়ির চাবি তুলে দেয়া হয়। গোলাম রব্বানীর কন্যা সুমি তার পিতার হত্যার বিচার চেয়ে কান্নাজড়িত বক্তব্য দেন, যা উপস্থিত হাজার হাজার মানুষের আবেগকে ছুঁয়ে যায়।
২০১৪ সালের ১৫ জানুয়ারি গোলাম রব্বানীকে র্যাব তুলে নিয়ে যাওয়ার পর তার গুলিবিদ্ধ লাশ ১৮ জানুয়ারি নীলফামারী থেকে উদ্ধার করা হয়। গোলাম রব্বানী নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সবার দেশ/এওয়াই