Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৩৪, ২ জানুয়ারি ২০২৫

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল

রাজনৈতিক বিতর্কে আড়াল হচ্ছে আওয়ামী লুটপাট

রাজনৈতিক বিতর্কে আড়াল হচ্ছে আওয়ামী লুটপাট
ছবি: সবার দেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, চুরি এবং লুটপাট নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে এগুলো আড়াল হয়ে যাচ্ছে। তিনি জানান, যদি এসব না বলা হয়, তাহলে জনগণ ভুলে যাবে যে আওয়ামী লীগ কীভাবে দুর্বৃত্তায়ন করেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সেখানে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়েও আলোচনায উঠে আসে।

ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি বলেন, ক্ষমতায় এলে বিএনপি এ খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু লিখিত বক্তব্যে জানান, আওয়ামী লীগ বিদ্যুৎ খাতে "ম্যাজিক" দেখানোর নাম করে জনগণের পকেট কেটে নিয়ে গেছে। মানুষকে সর্বস্বান্ত করেছে। তিনি সতর্ক করে বলেন, বিদ্যুৎ খাতে এমন দুর্নীতির কারণে ২০২৭ সালের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সংকট হতে পারে। টুকু আরও বলেন, বিদ্যুৎ খাত এখন একটি ব্যবসায়িক খাতে পরিণত হয়েছে, যেখানে ক্যাপাসিটি চার্জের নামে বিশাল অঙ্কের টাকা সংগ্রহ করা হচ্ছে। যার বোঝা জনগণকেই বহন করতে হচ্ছে। 

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় হওয়া সব বিদ্যুৎ চুক্তি জনগণের সামনে উন্মুক্ত করা উচিত। এটা অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হওয়া উচিত। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

সবার দেশ/এ্রওয়াই