সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল
১৫ বছরে পাচার হয়েছে ২৮০ বিলিয়ন ডলার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার প্রায় ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, সরকার সব সম্পদ লুট করে বিদেশ পাচার করেছে। বর্তমান প্রজন্ম তিনটি নির্বাচনী মেয়াদে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, আমরা ৫২-৫৩ বছরে বাংলাদেশকে একটি সুখী, শান্তিময়, প্রেমময় দেশ হিসেবে গড়তে পারিনি। এজন্য রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগছি।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি আবারও একটি স্বপ্ন দেখছে, যেটি হলো স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নে দেখা একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা।
উল্লেখযোগ্য যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন এবং সে সময় তিনি শিক্ষাদান, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।
সবার দেশ/এওয়াই