দেশ বদলাতে ১০ বছরের বেশি লাগবে না
ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এ জাতির উন্নতি হতে সাত থেকে দশ বছরের বেশি সময় লাগবে না, বলেছেন জামায়াত আমির। তিনি শুক্রবার (৩ জানুয়ারি) নাটোর জেলা পরিষদ মিলনায়তনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে, দেশের ঐক্য ও সুশাসনের জন্য একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে জাতি বিভক্ত হয়ে গেছে, এবং এর ফলে একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে। তিনি বলেন, ৫৩ বছর ধরে আমাদের জাতির ওপর কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে, এবং এখন জনগণ সচেতন হয়ে উঠেছে। তিনি আহ্বান জানান, যদি জাতির মধ্যে ঐক্য থাকে, তবে যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর উদ্দেশ্য হলো সত্যের পথে চলা এবং অন্যায়ের কাছে মাথা নত না করা। দেশের জন্য তাদের অত্যন্ত ভালোবাসা রয়েছে, এবং জামায়াতের নেতারা সব সময় আল্লাহর ভয় থেকে কাজ করেন।
তিনি আরও বলেন, জামায়াত কখনোই অন্যের সম্পদে হাত না দিতে এবং মানুষের জীবন, সম্পদ ও ইজ্জত সুরক্ষিত রাখার চেষ্টা করে। ডা. শফিকুর রহমান ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া রাজনৈতিক সংঘর্ষের কথাও উল্লেখ করেন, যেখানে অনেক মানুষ জীবন হারিয়েছে, চাকরি হারিয়েছে, এবং দেশ ছেড়েছে। তিনি প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতির পরও যদি জাতি শিক্ষিত না হয়, তবে তাদের সমর্থন করা যায় না।
সংসদে যোগ্য ও দক্ষ সদস্য নির্বাচন করার কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব সদস্যরা সংসদে গিয়ে সঠিকভাবে আইন প্রণয়ন করতে সক্ষম নন, তারা দেশের উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারবেন না। তিনি সংসদে বর্তমানে নাচ, গান, হাসিঠাট্টা ও নাটকের কথাও উল্লেখ করেন, যা দেশের উন্নয়ন বা সুশাসন প্রতিষ্ঠায় কোনো অবদান রাখে না।
এদিনের সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন এবং অন্যান্য নেতারা।
সবার দেশ/এওয়াই