Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫০, ৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১২:০৩, ৬ জানুয়ারি ২০২৫

তরুণদের দল নিয়ে আসছে নাগরিক কমিটি

তরুণদের দল নিয়ে আসছে নাগরিক কমিটি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি, একটি তরুণ নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম, সারাদেশে সাংগঠনিক বিস্তৃতি ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে। তাদের লক্ষ্য হল ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন একটি দেশ গড়ার পরিকল্পনা। 

তারা ২৪ দফার মেনিফেস্টো নিয়ে আত্মপ্রকাশ করবে, যা রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নয়ন, রাষ্ট্র সংস্কার, এবং নতুন রাষ্ট্র নির্মাণের দিকনির্দেশনা প্রদান করবে। জাতীয় ঐক্য এ দলের মূল আদর্শ হবে।

এ দলটি গঠনের পদ্ধতি হবে গণতান্ত্রিক, যেখানে একক কর্তৃত্বের পরিবর্তে বহু ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হবে। দলের প্রধানকে তৃণমূলের কাছে দায়বদ্ধ রাখতে হবে এবং তার কোনো পারিবারিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্বে আসতে হবে। 

মেনিফেস্টোর মূল দিকগুলো:

১) সংবিধান পুনর্লিখন: নতুন সংবিধানের প্রস্তাব এবং সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন।

২) নেতৃত্বের সীমাবদ্ধতা: জীবনে দু'বারের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা যাবে না।

৩) অর্থনীতি: বড় মাফিয়া সিন্ডিকেট ভেঙে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করা হবে। 

৪) শিক্ষা: প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচন বাধ্যতামূলক করা হবে।

৫) গণতান্ত্রিক কাঠামো: দলের শীর্ষ নেতৃত্ব গণতান্ত্রিকভাবে নির্বাচন ও অপসারণযোগ্য হবে, পারিবারিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে।

৬) রাষ্ট্র সংস্কার: রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জাতীয় ঐকমত্যে ভিত্তি করে একটি নতুন রাষ্ট্রের রূপরেখা। 

ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা দেয়ার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে। দলটি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি নতুন উদাহরণ সৃষ্টি করতে চায়, যেখানে তরুণদের নেতৃত্বে জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধকে প্রধান গুরুত্ব দেয়া হবে।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়: