Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ৬ জানুয়ারি ২০২৫

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৭ জানুয়ারি বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান। তিনি ভার্চুয়ালি যুক্ত থাকবেন এ বৈঠকে। 

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে দলের নীতি, কৌশল এবং নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে, বিশেষ করে খালেদা জিয়ার চিকিৎসার সফরকে সামনে রেখে। 

এর আগে রবিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে, ৭ জানুয়ারি বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন রওনা হচ্ছেন। তার বিমানে ওঠার সময় ভিড় কমানোর জন্য নেতাকর্মীদের পরামর্শ দেয়া হয়েছে। তবে সিনিয়র নেতারা বিমানবন্দরে বিদায়ী শুভেচ্ছা জানাতে যাবেন কিনা, তা নিশ্চিত করা হয়নি।

সবার দেশ/এওয়াই