সাত বছর পর দেখা হবে মা-ছেলের
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় ঢাকা ত্যাগ করবেন তিনি। চিকিৎসকদের পরামর্শে তার দেশে ফেরার তারিখ নির্ধারণ হবে। এ সফরের মাধ্যমে ৭ বছরের বিরতির পর তারেক রহমানের সঙ্গে তার দেখা হবে। তারেক রহমান ২০০৭ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন।
খালেদা জিয়া লন্ডনে পৌঁছানোর পর সরাসরি হাসপাতালে ভর্তি হবেন। তারেক রহমানের সঙ্গে লন্ডনে কিছুদিন থাকার পর যাবেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে চিকিৎসার জন্য। যেখানে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে তার চিকিৎসা হবে।
২০১৭ সালে খালেদা জিয়া চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং সে সময় তিনি আবেগাপ্লুতভাবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
বেগম জিয়ার সফরের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিএনপির নেতৃবৃন্দ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা খালেদা জিয়ার সঙ্গে ইতোমধ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন।
সবার দেশ/এওয়াই