Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৮, ৮ জানুয়ারি ২০২৫

চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের যাত্রায়

খালেদা জিয়াকে বিদায় জানালেন দলীয় নেতৃবৃন্দ 

খালেদা জিয়াকে বিদায় জানালেন দলীয় নেতৃবৃন্দ 
ছবি: সবার দেশ

বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রাত ১১টা ৪৬ মিনিটে তাকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। 

বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা। বিদায়ের সময় খালেদা জিয়া মির্জা ফখরুলকে বলেছিলেন, আপনি দেশবাসীকে বলবেন, সবাই যেন আমার জন্য দোয়া করেন। আমি আল্লাহর কাছে এ দোয়া করছি, আল্লাহ যেন এ দেশকে, দেশের মানুষকে ভালো রাখেন, তাদের কল্যাণ করেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে ছয় বছর আটকে রেখেছিল। এ সময়কালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। আমরা বারবার সরকারের কাছে চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর আবেদন করেছিলাম, কিন্তু সরকার তা অগ্রাহ্য করেছিল।

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যা্রয়ার পর বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। আজ তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। আমরা আশা করি, তিনি সুচিকিৎসা পেয়ে আবার দেশে ফিরে আসবেন এবং জনগণের সেবায় নিয়োজিত হবেন।

সবার দেশ/কেএম