চলতি বছরের জুলাইয়ে নির্বাচন সম্ভব: ফখরুল
চলতি সালের জুলাই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ১৪ জানুয়ারি, মঙ্গলবার, গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
বৈঠকে নির্বাচনের সময়সূচী এবং জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বাড়তি কারণ হতে পারে- এমনটি আলোচিত হয়েছে। মির্জা ফখরুল উল্লেখ করেন, নির্বাচন কমিশন ইতোমধ্যেই গঠিত হয়েছে, তাই আর কোনো কারণে নির্বাচন বিলম্বিত হওয়ার প্রয়োজন নেই। তিনি এও বলেছেন যে, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হওয়ার কোনো প্রশ্ন নেই।
বিএনপি মহাসচিব আরও জানান যে, বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ এবং দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তিনি উল্লেখ করেন, মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণে দেশের অর্থনীতি নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে সংবাদ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন, এবং অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম