Advertisement

নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ১৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৬:১৭, ১৪ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে পথসভায় হাসনাত আবদুল্লাহ

‘ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেবো’

‘ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেবো’
ছবি: সবার দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জে এক পথসভায় বলেছেন, ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম লিখবে, আমরা সে কলম আবার ভেঙে দেবো। তিনি দাবি করেন, তরুণ প্রজন্মের মধ্যে বর্তমান সরকারের প্রতি বিরোধিতা বৃদ্ধি পাচ্ছে এবং ফ্যাসিবাদ ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, তরুণদের অধিকার ও স্বাধীনতার জন্য তারা রাস্তায় নেমেছে এবং রক্ত দিয়েছে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে তরুণ প্রজন্মের একত্রিত শক্তি দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া চলছে। 

আমরা বারবার বলছি, আপনারা যদি তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে পরবর্তী সময়ে যারাই নীতি নির্ধারণী পর্যায়ে আসবে তাদের পরিণতিও একই হবে।

তিনি সরকার ও তাদের উপদেষ্টাদের প্রতি তীব্র সমালোচনা করেছেন এবং জানিয়ে দিয়েছেন, সরকারের কাছে তাদের দাবির প্রতিফলন না হলে, তারা আবার রাস্তায় নামবে। তিনি আরো বলেন, আমাদের প্রতিনিধি হয়ে যেসব উপদেষ্টা সরকারে গিয়েছে, আমরা আপনাদের বলতে চাই, আপনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন। আপনারা যদি কোনো কারণে মনে করেন প্রোক্লেমেশন দিতে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আপনাদের রাষ্ট্রীয় কোনো বাধা রয়েছে, সেটি আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। আমরা যেভাবে আগস্ট মাসে রাস্তায় নেমে এসেছিলাম ঠিক একইভাবে আবার রাস্তায় নেমে আসব।

তিনি বলেন, এ প্রোক্লেমেশন দিতে আপনাদের বাধা কোথায়? কারা বাধা দিচ্ছে সেগুলো আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। যদি আপনারা ব্যর্থ হন তাহলে উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন। আমরা একসঙ্গে মিলে যেভাবে হাসিনার পতন ঘটিয়েছি, প্রয়োজন হলে সেভাবে আবার আমাদের প্রোক্লেমেশন আদায় করে নেব।

এদিনের পথসভা ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, এবং বিভিন্ন নেতা।

সবার দেশ/কেএম