বাবর অসুস্থ হয়ে হাসপাতালে
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, রাতে নেতাকর্মীদের মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাম পাশে ব্যাথা অনুভব হয়। এরপর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে সিসিইউতে ভর্তি আছেন বাবর। সুস্থতায় সকলের নিকট দোয়া চেয়েছেন নেত্রকোণা, মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি বিএনপি'র নেতাকর্মীরা।
দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
সবার দেশ/এমকেজে