মেসির দুর্দান্ত গোলে মায়ামির জয়

আবারও গোলের খাতায় নাম লেখালেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আজ সোমবার (১৭ মার্চ) ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত এক গোল করেন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সে পিছিয়ে পড়েও ইন্টার মায়ামি ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
আটলান্টা ইউনাইটেড তাদের ঘরের মাঠ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের ১১ মিনিটেই দলকে এগিয়ে দেন আইভরিয়ান স্ট্রাইকার এমানুয়েল লাত্তে লাথ। তবে মায়ামির সমতাসূচক গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি।
বক্সের বাইরে থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে চিপ শটে দুর্দান্ত গোল করেন মেসি। তার এ গোলেই সমতা ফেরায় ইন্টার মায়ামি।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিলো, তখন ৮৯ মিনিটে হেডে জয়সূচক গোল করেন হাইতিয়ান উইঙ্গার ফাফা পিকল্ট। জর্দি আলবার ক্রস থেকে পাওয়া বলে দুর্দান্ত ফিনিশিং দেখান তিনি। ৮৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামিয়েছিলেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।
এ ম্যাচের পরই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে ইন্টার মায়ামি। মেসি শিগগিরই যোগ দেবেন আর্জেন্টিনা দলে, যেখানে তিনি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবেন। বিরতির পর আগামী ৩০ মার্চ ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।
মেসির ধারাবাহিক পারফরম্যান্সে মায়ামির সমর্থকরা উচ্ছ্বসিত, আর তার ফর্ম দেখে আর্জেন্টিনা শিবিরেও স্বস্তি ফিরে এসেছে।
সবার দেশ/কেএম