Header Advertisement

Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:০৪, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ০১:০৬, ২২ এপ্রিল ২০২৫

বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে দুই বাংলাদেশি!

বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে দুই বাংলাদেশি!
ফাইল ছবি

বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে জায়গা করে নিয়েছে দুই বাংলাদেশি নারী ক্রিকেটার। তারা হলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক এবং উইকেটকিপার ব্যাটার নিগার সুলতানা জ্যোতি এবং ওপেনার শারমিন আক্তার ।

পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ নারী দল। প্রথম তিন ম্যাচে জিতে অনেকটি সহজ করে ফেলেছিলো নিজেদের বিশ্বকাপে যাওয়ার পথ। তবে শেষ দুই ম্যাচে হেরে গেলেও নেট রানরেটে ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে চলে যায় বাংলাদেশ। 

আরও পড়ুন <<>> ২ ম্যাচ হেরেও বিশ্বকাপের টিকিট পেলো বাংলাদেশ নারী দল

দলের এমন সাফল্যে সবচেয়ে বেশি অবদান ছিলো অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ওপেনার শারমিন আক্তারের। তাইতো দুই ব্যাটারের ব্যাটিং নৈপুণ্যের ধরুণ আইসিসি বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে জায়গা পেয়েছে তারা।

টুর্নামেন্টের সেরা একাদশে সর্বোচ্চ চারজন পাকিস্তানের, তিনজন ওয়েস্ট ইন্ডিজের ও দুইজন করে বাংলাদেশ ও স্কটল্যান্ডের ক্রিকেটার আছেন। অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের ফাতিমা সানাকে।

নারী বিশ্বকাপ বাছাইপর্বের একাদশ:

হিলি ম্যাথুজ (ওয়েস্ট ইন্ডিজ), মুনিবা আলি (পাকিস্তান), শারমিন আকতার (বাংলাদেশ), ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), নিগার সুলতানা (বাংলাদেশ, উইকেটরক্ষক), ফাতিমা সানা (পাকিস্তান, অধিনায়ক), চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ), আলিয়া অ্যালাইন (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড), নাস্রা সান্ধু (পাকিস্তান), সাদিয়া ইকবাল (পাকিস্তান)।

সবার দেশ/কেএম