Header Advertisement

Sobar Desh | সবার দেশ এম এম এ শাহজাহান


প্রকাশিত: ০০:৫৮, ২৭ এপ্রিল ২০২৫

বিনা পুঁজিতে লাভের কিচ্ছা, সদিচ্ছায় মুক্তি। 

বিনা পুঁজিতে লাভের কিচ্ছা, সদিচ্ছায় মুক্তি। 
ছবি: সবার দেশ

ইংরেজিতে একটা কথা আছে ‘Courtesy cost nothing’। দৈনন্দিন জীবনে আমাদের অনেক মানুষের সাথেই মেলামেশা করতে হয়। তাদের মধ্যে অনেকের ব্যবহার অত্যন্ত সুমধুর লাগে এবং কারও কারও ব্যবহার কখনও কখনও চরম বিরক্তির কারণ ঘটে পথ চলতে গিয়ে আমাদের। কিন্তু  দিনশেষে যা মনে থাকে তা হল ব্যক্তি বিশেষের ব্যবহার, সে আমার সাথে কেমন আচরণ করলো?  

কারণ তার শিক্ষা, তার সৌন্দর্য বা তার অর্থনৈতিক অবস্থা, কোনটাই আমার মনে ঠাঁই পাবে না কিন্তু তার  করা সুন্দর ব্যবহারটা শুধু আমার মনের মধ্যে রয়ে যাবে সে আমার কাছ থেকে চলে যাবার পরেও।

তাই সবাইকে আহ্বান জানাচ্ছি, ছোট-বড়, ধনী-গরীব, আমির-ফকির, ক্ষমতাবান অথবা ক্ষমতাহীন, সবার সাথেই আসুন ভালো ব্যবহার করি। ভালো ব্যবহার করতে হলে পয়সা তো লাগে-ই না, ক্ষেত্র বিশেষে ভলেঅ ব্যবহারের কারণে পয়সা বেঁচেও যায়।

অহংকার পতনের মূলঃ

আমরা মানুষ সামাজিক জীব, দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য সবাইকে সবার কাছেই যেতে হয় নানাবিধ প্রয়োজনে। একজন রাজাকেও নাপিতের কাছে যেতে হয় চুল কাটার জন্য, একজন সভ্য-সূচি ভদ্রলোককেও মেথরের সাথে কথা বলতে হয় তার নিজের প্রয়োজনে ।

তারপরেও মানুষ অহংকার করে। কিন্তু বাস্তব হলো, অহংকারীকে কেউ পছন্দ করেনা। যিনি অহংকার করেন তার মূল্য অন্য মানুষের কাছে একেবারে নেই বরং আছে একরাশ ঘৃণা! এছাড়াও মৃত্যুর পর তার কি অবস্থা হবে সেটা তো বিভিন্ন ধর্মের বা শাস্ত্রের বাণীতে বলাই আছে!

আমাদের বর্তমান সমাজেও অহংকারী মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। যারা একটু ধর্মপ্রাণ, তাদের মধ্যে সংখ্যাটি একটু কম । প্রতিনিয়ত তাদের জন্য দোয়া থাকলো, আল্লাহ যেনো সবাইকে সঠিক বুঝদান করেন।

সবারই মনে রাখা উচিত ‘বিন্দুমাত্র অহংকার থাকলে পরকালে জান্নাত নসিব হবে না’। তাই মুসলিম হলে সাবধান! নিজের মধ্যে অহংকার থাকলে, তা ঝেড়ে মুছে ফেলুন একেবারেই। মানুষের সাথে শুধু মানুষ হিসেবে মিশুন, আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমীন।

আরও পড়ুন <<>> ইসলামী উত্তরাধিকার নীতিতে হস্তক্ষেপ মানে ধর্মদ্রোহিতা

আমাদের মাঝে অনেকেই বিলাসী জীবন যাপন করেন, বিশেষ করে যারা অর্থবিত্তের অধিকারী, অনেক সময়ই তারা অপচয় করে থাকেন। কিন্তু তারা যদি একটু ভাবেন যে, সমাজে অনেক অবহেলিত লোক আছে তাদের জন্য আমাদের কিছু করা প্রয়োজন;  তাহলে কিন্তু তারা সাময়িক সুখময়  বিলাসিতার জীবন পরিত্যাগ করে অন্যের কষ্ট লাঘবের জন্য পরপোকারে ঝাঁপিয়ে পড়বেন। 

তাই বলে কারো টাকা পয়সা থাকলে সে ভালোভাবে চলবেন না তাও কিন্তু ঠিক নয় । প্রত্যেকেই তার নিজের অবস্থানের উপর তাল রেখেই চলাফেরা করবেন, সে ব্যাপারে ইসলামের কোন আপত্তি নেই। বরং বলা আছে কেউ যেন সত্য না লুকোয়, কেননা সত্য লুকোনোর অপরাধে  পরকালে নিজেকে শাস্তির সম্মুখীন হতে হবে।
অনেকের তেমন অর্থবিত্ত নেই কিন্তু মনে পরম শান্তি বিরাজ করে, আর এটার নামই হল সাকিনা, আল্লাহর তরফ থেকে বিশেষ রহমত। এটা অনেক মূল্যবান একটি জিনিস । 

এ অপার নেয়ামত যার ভাগ্যে বা যাদের ভাগ্যে জোটে তাদের দুনিয়াতে আর কোন অপ্রাপ্তি থাকে না, কোন দুশ্চিন্তা থাকে না।

আর আমরা যেটাকে বিলাসিতা বলি, সেটা আসলে নেগেটিভ সেন্সে আমরা মিন করে থাকি, যেটা জগতে অনেক অহংকারী ব্যক্তিরাই করে থাকেন। আসলে সত্তিকারের ভালো মানুষেরা বিলাসিতা করতে পারেনা, উচিতও না । 

সুরা "ওয়াকিয়া" এর বঙ্গানুবাদ পড়লে বোঝা যায় বিলাসীদের আসল ঠিকানা কোথায় হয়, হবে। ওখানে বিলাসীদের পরকালীন অবস্থা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামীন তা বর্ণনা করেছেন।

একবার ভেবে দেখুন তো, বিশেষ করে যারা শিক্ষিত লোক তাদের সবাইই প্রথম শ্রেণী থেকে সর্বোচ্চ ডিগ্রি মাস্টার্স লেভেল পর্যন্ত পড়াশোনা করতে কতগুলো বই আমরা অধ্যায়ন করেছি আমরা, কত সহস্রবার চোখ বুলিয়েছি বইয়ের বাক্যগুলোর দিকে? সেগুলোর চেয়ে আমাদের সৃষ্টিকর্তা যে বইটি (পবিত্র কুরআন শরীফ) আমাদের জন্য নাযিল করেছেন সাড়ে ১৪০০ বছর আগে, তা কি আমরা এ শিক্ষিত লোকের মধ্যে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি। বোঝার চেষ্টা করেছি? নিজের জীবনে তা প্রয়োগ করতে পেরেছি?

যদি তা না হয়, তাহলে কি আমাদের মনে এ প্রশ্ন জাগে না যে, মহান স্রষ্টা আমরা যারা পরকালে বিশ্বাসী তাদেরকে জিজ্ঞেস করবেন যে, এগুলোর মধ্যে তুমি তোমার জীবনে কতটুকু বাস্তবায়ন করেছো, কি নিয়ে এসেছো আমার কাছে?

সুতরাং, এখনই সময় নিজেকে পরিবর্তন কররে। ভোগবিলাসে মত্ত না হয়ে, অহংকারী না হয়ে বরং ত্যাগের মাধ্যমে অপরের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মহান প্রভুর কৃপা লাভের চেষ্টা করার। কেননা ভালো কাজ করতে টাকা-পয়সা খরচ না করেও করা যায়। শুধু আমাদের ইচ্ছাতেই যথেষ্ট।  It  means ‘Courtesy cost nothing’

লেখক: 
এম এম এ শাহজাহান, প্রকৌশলী 
মার্কেটিং অ্যাডভাইজার, ফাইন গ্রুপ।
 

সম্পর্কিত বিষয়: