Header Advertisement

Sobar Desh | সবার দেশ মুহাম্মদ রিয়াজ উদ্দিন


প্রকাশিত: ০২:১৮, ৩০ এপ্রিল ২০২৫

ইসলামের দৃষ্টিতে অপবাদ দিয়ে হত্যার বিধান

ইসলামের দৃষ্টিতে অপবাদ দিয়ে হত্যার বিধান
ছবি: সবার দেশ

ইসলামের দৃষ্টিতে অপবাদ (যাকে বুহতান বলা হয়) অত্যন্ত গর্হিত এবং বড় গুনাহ। আর যদি কেউ কাউকে অপবাদ দিয়ে নির্দোষ কোনো ব্যক্তিকে মেরে ফেলে (অর্থাৎ হত্যা করে), তবে এটি আরও ভয়াবহ অপরাধ হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে ইসলামী বিধান সংক্ষেপে এভাবে:

১. অপবাদের বিধান:

কুরআন ও হাদিস অনুযায়ী, অপবাদ দেয়া হারাম এবং বড় কবীরা গুনাহ।

২. অপবাদ দিয়ে হত্যা করলে শাস্তি:

যদি কারো অপবাদের কারণে কাউকে মেরে ফেলা হয়, তবে হত্যাকারীর ওপর কিসাস (পাল্টা হত্যার শাস্তি) বা দিয়া (রক্তপণ) আরোপ হয়, নির্দিষ্ট পরিস্থিতি অনুসারে।

ইসলামে কোনো বিচার ছাড়া কাউকে হত্যা করা সম্পূর্ণ হারাম। ইসলাম ন্যায়বিচার নিশ্চিত করে। যদি কারও কারণে অন্যায়ভাবে হত্যাকাণ্ড ঘটে, সে সরাসরি খুনের দায়ে অভিযুক্ত হয়।

ইসলামে অপবাদ দেয়া ও এ কারণে কাউকে হত্যা করা দুইটিই মহাপাপ। এর জন্য দুনিয়াতে শাস্তি এবং আখিরাতে কঠিন শাস্তির ঘোষণা রয়েছে।

আরও পড়ুন <<>> ধর্ষণকারীর শাস্তি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি 

আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ‘তোমরা ন্যায়বিচার ব্যতীত কোনো মানুষ হত্যা করবে না, যা আল্লাহ হারাম করে দিয়েছেন’ (৬: ১৫১)। তিনি আরও বলেন, ‘কোনো মুমিন কোনো মুমিনকে খুন করতে পারে না’ (৪: ৯২)। ‘যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো বিশ্বাসী লোককে খুন করল, তার পরিণতি জাহান্নাম, তাতে সে চিরকাল থাকবে। তার ওপর আল্লাহর গজব ও লানত আর আল্লাহ তার জন্য মহা শাস্তি প্রস্তুত রেখেছেন’" সূরা নিসা(৪: ৯৩)। ‘নরহত্যা অথবা দুনিয়ায় ধ্বংসাত্মক কার্য করা হেতু ব্যতীত কেউ কাউকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল, আর যে কেউ কারও প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে প্রাণে রক্ষা করল’ (৫: ৩২)।

হত্যা ও শাস্তির বিষয় দেশের আইন যথাযথ বাস্তবায়ন না করা গেলে দিন দিন সমাজ ব্যবস্থা অন্ধকার বিচারহীনতা ও ন্যায়বিচারক প্রতিষ্ঠা বড় বাঁধা সৃষ্টি হবে।

দুনিয়ার শান্তি ও নিরাপত্তা এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের জ্ঞানের অনুসরণ করতে হবে। সঠিক বিচার করে সত্যকে গ্রহণ করতে হবে। বিনা প্রমাণে কাউকে অভিযুক্ত করা কবিরা গুনাহ। আইন–আদালতের বাইরে কাউকে কোনো প্রকার শাস্তি  প্রদান করা অপরাধ।

আসুন ইসলাম ও দেশে মানুষ ও মানবতা কে সঠিক বিচার ব্যবস্থা ফিরিয়ে দিতে সমাজের রন্ধ্রে রন্ধ্রে গড়ে যাওয়া অপরাধ জুলুমের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সর্ব মহলের সচেতন হতে হবে।

রাষ্ট্রকে আইনের যথাযথ বাস্তবায়নে ভূমিকা পালন করতে হবে। তাহলে দেশ মানুষ সমাজের পরিস্থিতি শান্তির সমাজে পরিণত হবে।

লেখক:
ধর্মীয় শিক্ষক 
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। মিরপুর, ঢাকা।

সম্পর্কিত বিষয়: