মদিনায় সর্বপ্রথম জুমার খতিব জুরারাহ
আসআদ ইবনে জুরারাহ (রা.) ছিলেন একজন প্রভাবশালী সাহাবি, যিনি ইসলাম গ্রহণের পর মদিনার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি মদিনায় সর্বপ্রথম জুমার নামাজ প্রতিষ্ঠা করেন এবং মসজিদে নববী প্রতিষ্ঠার আগে ইসলাম প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন।
ইসলাম গ্রহণ ও প্রথম বায়াত
বিখ্যাত এ সাহাবি নবুয়তের একাদশ বছরে মিনার আকাবায় কালেমা পড়ে মুসলিম হন। তিনি প্রথম বায়াতের অংশ ছিলেন এবং দ্বিতীয় বায়াতে তিনি রাসুল (সা.)-এর হাতে প্রথম হাত রাখেন। রাসুল (সা.) তাকে বনু নাজ্জারের নাকিব (গোয়েন্দা) নিযুক্ত করেন এবং পরবর্তীতে ১২ জন নাকিবের প্রধান ঘোষণা করেন (উসদুল গাবাহ : ১/৮৬)।
মদিনায় ইসলামের প্রচার ও দাওয়াত
ইবনে জুরারাহ (রা.) ছিলেন মদিনায় ইসলামের প্রাথমিক প্রচারক। তিনি মসজিদে নববীর কাজ শুরু হওয়ার আগে মদিনার বিভিন্ন গৃহে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। তার মাধ্যমে অনেক মদিনাবাসী ইসলাম গ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য প্রভাবশালী দুটি নাম হলো, উসাইদ ইবনে হুজাইর (রা.) এবং সাআদ ইবনে মুআজ (রা.)।
মদিনায় প্রথম জুমার নামাজ
মদিনায় সর্বপ্রথম জুমার নামাজ কায়েম করেন আসআদ ইবনে জুরারাহ (রা.) । মুহাম্মদ ইবনে কাব (রহ.) বলেন, আমার পিতা কাব ইবনে মালিক (রা.) যখন অন্ধ হয়ে যান, তখন তিনি প্রতিদিন জুমার আজান শুনে আসআদ ইবনে জুরারাহর জন্য দোয়া করতেন। একদিন আমি তার কাছে এ দোয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, তিনিই (আসআদ ইবনে জুরারাহ) হাজমুন নাবিত নামক স্থানে আমাদের জন্য সর্বপ্রথম জুমার নামাজ কায়েম করেন। এরপর আমি জিজ্ঞেস করলাম, তখন আপনারা কতজন ছিলেন? বলেন, ৪০ জন (আবু দাউদ : ১/১৫৩)।
অন্য এক বর্ণনা মতে, মদিনায় সর্বপ্রথম জুমার নামাজ কায়েম করেন রাসুল (সা.)-এর বিশেষ প্রতিনিধি মুসআব ইবনে উমাইর (রা.)।
সমাহিতকরণ
আসআদ ইবনে জুরারাহ (রা.) হিজরতের প্রথম বর্ষে শাওয়াল মাসে ইন্তেকাল করেন। তিনি মদিনার জান্নাতুল বাকি গোরস্তানে সমাহিত হন এবং রাসুল (সা.) তার জানাজা পড়ান। ইসলামের ইতিহাসে তার জানাজাই ছিল সর্বপ্রথম জানাজা।
সবার দেশ/এফএ