Advertisement

সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ৫ জানুয়ারি ২০২৫

লোক দেখানো আমল গ্রহণযোগ্য নয়

লোক দেখানো আমল গ্রহণযোগ্য নয়
ছবি: সংগৃহীত

ইসলামী teachings অনুযায়ী, লোক দেখানো আমল (রিয়া) একটি অত্যন্ত গুরুতর বিষয়, যা পরকালীন জীবনে ক্ষতির কারণ হতে পারে। রিয়া হলো এমন কাজ করা, যা আল্লাহর সন্তুষ্টির জন্য না করে, মানুষের প্রশংসা বা সম্মান লাভের উদ্দেশ্যে করা হয়। ইসলাম এ ধরনের কর্মকাণ্ডকে কঠোরভাবে নিন্দা করেছে। 

হাদিসে আছে, যে ব্যক্তি লোকদের দেখানোর জন্য ভালো কাজ করে, আল্লাহ তাকে তার প্রতিদান দেন না।  -(সহীহ মুসলিম)

ইসলামের দৃষ্টিতে লোক দেখানোর আমলের ক্ষতি:

১) আল্লাহর সন্তুষ্টি অর্জন নয়: রিয়া করা ব্যক্তির কাজ আল্লাহর জন্য নয়, বরং মানুষের প্রশংসা লাভের জন্য হয়। এর ফলে, আল্লাহ তার আমলকে গ্রহণ করেন না এবং সে ব্যক্তি প্রকৃত সওয়াব থেকে বঞ্চিত হয়।
   
২) জাহান্নামে নিক্ষেপ: কিয়ামতের দিনে রিয়া করা ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটি হাদিসে এসেছে, আমলগুলো তিন ধরনের হয়, এক ধরনের যা আল্লাহর জন্য, আরেক ধরনের যা মানুষের জন্য, এবং তৃতীয় ধরনের যা নিজের জন্য। যে ব্যক্তি মানুষের জন্য কাজ করে, তার শাস্তি আল্লাহ নিজেই নির্ধারণ করবেন। -(সহীহ বুখারি)

৩) অন্তরে খারাপতা: রিয়া মানুষকে তার অন্তরের একঘেয়েমি এবং অহংকারে ডেকে নিয়ে যায়। এটি অন্তরে ইবাদত এবং আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা সৃষ্টি হতে বাধা দেয়।

সতর্কতা: ইসলামে জানানো হয়েছে যে, মানুষের কাছে বাহ্যিকভাবে ভালোর চিত্র দেখানোর বদলে, সৎ ও একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কাজ করা উচিত। তাওবা এবং খালিস ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে, যাতে পরকালে মুক্তি এবং শান্তি লাভ করা যায়।

সুতরাং, লোক দেখানো আমল থেকে বাঁচতে আমাদের উচিত, আমাদের প্রতিটি কাজ এবং আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়: