সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা
সরকারী অর্থে কাউকে হজে নেয়া হবে না
সরকারী অর্থে কোনো অতিথিকে হজে নেয়া হবে না। হজ ব্যবস্থাপনার সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে এজেন্সিগুলোর সহায়তা নেয়া হবে। কোনও পক্ষ হজ কার্যক্রমকে প্রভাবিত করার সুযোগ পাবে না, এমন কথা বলেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজ এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রী নির্ধারণ করে। মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা এ বিষয়ে নেই। তবে, তিনি জানান, হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা কমানোর চেষ্টা চলছে। তিনি হজ ব্যবস্থাপনাকে দ্বি-রাষ্ট্রিক কার্যক্রম হিসেবে তুলে ধরে বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থকে মনে রাখতে হবে।
হজযাত্রীদের কোনো সংকট বা অনিশ্চয়তার মুখোমুখি না হওয়ার জন্য সজাগ থাকার কথা বলেন তিনি। হজ এজেন্সি মালিকদের সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী লিড এজেন্সি গঠনসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করেন তিনি।
সবার দেশ/কেএম