Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ২২ ডিসেম্বর ২০২৪

সূচকের উত্থানে ঘন্টায় লেনদেন ৮০ কোটি টাকা

সূচকের উত্থানে ঘন্টায় লেনদেন ৮০ কোটি টাকা
ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারমার্কেট  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ ডিসেম্বর) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩১ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭২ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪২ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৮০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৬ টির, কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১ টি কোম্পানির শেয়ারদর।

আপন দেশি/এওয়াই