ডাস্টবিনে শেখ হাসিনার ছবি, ময়লা ফেললেন প্রেস সচিব
বইমেলার বিশেষ আকর্ষণ ‘হাসিনা ডাস্টবিন’
মেলায় আগত দর্শকদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে ‘হাসিনা ডাস্টবিন’ এ ময়লা ফেলতে। তারা এখন আর আগের মতো এদিক সেদিক বিক্ষিপ্তভাবে ময়লা না ফেলে সবই সুশৃঙ্খলভাবে ‘হাসিনা ডাস্টবিন’ এ ময়লা ফেলছেন।
অমর একুশে বইমেলা ২০২৫ এ ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ডাস্টবিনে লাগানো হয়েছে শেখ হাসিনা ‘ঘৃণা স্তম্ভে’র ছবি। শনিবার (১ ফেব্রুয়ারি) অমুর একুশে বইমেলার প্রথম দিনে এ ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ডাস্টবিনে ৫টি ছবি পোস্ট করে লিখেছেন, শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার অফিশিয়াল ফেসবুক পেজে এ ডাস্টবিনের একটি ছবি পোস্ট করে জানিয়েছে, আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনামুক্ত থাকুন।
মেলায় আগত দর্শকদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে ‘হাসিনা ডাস্টবিন’ এ ময়লা ফেলতে। তারা এখন আর আগের মতো এদিক সেদিক বিক্ষিপ্তভাবে ময়লা না ফেলে সবই সুশৃঙ্খলভাবে ‘হাসিনা ডাস্টবিন’ এ ময়লা ফেলছেন।
আরও পড়ুন<<>> গণঅভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে
মেলায় আগতদের এ ডাস্টবিন ব্যবহারে এমন উৎসাহ দেখে কেউ কেউ অবশ্য ‘হাসিনা ডাস্টবিন’কে ব্র্যান্ডিং করে বাজারে নিয়ে আসতে চাচ্ছেন। তারা মনে করছেন এতে উদ্যোক্তা যেমন লাভবান হবেন, তেমনি এটা ব্যবহার করে পরিবেশ সচেতন হতে অনেকেই উৎসাহিত হবেন বলে আশা করছেন।
সবার দেশ/এনএন