Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেন

কুয়েট সংঘর্ষে জড়িতদের রাজনৈতিক পরিচয়ে ছাড় নয়

কুয়েট সংঘর্ষে জড়িতদের রাজনৈতিক পরিচয়ে ছাড় নয়
ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্রদলের নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও উত্তেজনার সৃষ্টি হয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি বলেন, ছবি, ভিডিও ফুটেজ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো তথ্য অনুযায়ী কুয়েটের হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অপরাধীদের কোনও রাজনৈতিক পরিচয়ে ছাড় দেয়া চলবে না।

বিএনপি নেতা ইশরাক হোসেনের দেয়া এ মন্তব্য গণমানুষের প্রশংসায় ভাসছে।

সবার দেশ/এমকেজে