Advertisement

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ২৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:৪৩, ২৫ ডিসেম্বর ২০২৪

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন দুর্ঘটনার ভুয়া খবর 

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন দুর্ঘটনার ভুয়া খবর 
প্রতীকি ছবি

ঢাকা-কক্সবাজার রুটে চলাচলরত ট্রেন দুর্ঘটনার ভুয়া খবর সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আতঙ্ক ছড়াচ্ছে একটি মহল। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলার সাতকানিয়া কেরানী হাটে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন দুর্ঘটনায় পড়েছে বলে সোশ্যাল মিডিয়ায় খবর প্রচার করা হয়।

ফেসবুকে দেখা যায়, জামসেদ উদ্দীন নামের একটি আইডি থেকে দুপুরে দুর্ঘটনা কবলিত একটু ট্রেনের ছবি দিয়ে লেখা হয়েছে, কিছুক্ষণ আগে সাতকানিয়া কেরানী হাটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, হতাহত জানা যায়নি।

অপর দিকে উত্তম রায় নামক আরেক ফেসবুক আইডি থেকে ট্রেন দুর্ঘটনার পুরানো একটি ভিডিও চালিয়ে বুধবারের (২৫ ডিসেম্বর) দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া হয়।

এসব পোস্ট শেয়ার হওয়ার পর অনেকের মধ্যে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ গণমাধ্যম অফিস ও সংশ্লিষ্ট এলাকায় ফোন করে খবর নেয়ার চেষ্টা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাতকানিয়ায় কোনো ট্রেন দুর্ঘটনা হয়নি।

রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহাদাৎ বলেন, সাতকানিয়ায়তো নয়ই, বুধবার রেলওয়ে পূর্বাঞ্চলে কোথাও কোনো ট্রেন দুর্ঘটনা হয়নি।

মোহাম্মদ শাহাদাৎ আরও বলেন, হাসানপুর নামক একটি এলাকায় আগে দুর্ঘটনার শিকার একটি ট্রেনের ছবি দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে একটি মহল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চিন্তা করছে রেলওয়ে। আগেও পুরানো ছবি দিয়ে ট্রেন দুর্ঘটনার এমন আতঙ্ক ছড়ানো হয়েছিল।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়: