৫ আগষ্টেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেছেন, আওয়ামী লীগ ৫ আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন <<>> আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই: প্রধান উপদেষ্টা
হাসনাত ওই পোস্টে আরো লিখেছেন, উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ মার্চ) অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
সবার দেশ/কেএম