ফেসবুক পোস্টে শিবির নেতা রাফে সালমান রিফাত
যে শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত বলেছেন, আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়, তাহলে তাকে কিছু শর্ত পূর্ণ করতে হবে। তিনি বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সোশ্যল মিডিয়া ফেসবুকে দেয়া এক পোস্টে এসব শর্ত উল্লেখ করেন।
রিফাত বলেন, আওয়ামী লীগকে ফিরে আসতে হলে তাকে প্রথমে ৩০ হাজার আহত মানুষের শারীরিক ক্ষতি ফিরিয়ে দিতে হবে। শহীদদের জীবন, বিশেষ করে জুলাই মাসের ২ হাজার শহীদের জীবন ফিরিয়ে আনতে হবে। শাপলা চত্বরে নিহত আলেমদের জীবনও ফিরিয়ে দিতে হবে।
এছাড়া, তিনি দাবি করেন যে, আওয়ামী লীগকে ৫৭ জন ঈমানদার, দেশপ্রেমিক সেনা অফিসারের জান ও নেতৃত্ব ফিরিয়ে দিতে হবে, যারা রাজনৈতিক কারণে শহীদ হয়েছেন।
তার পোস্টে আরও উল্লেখ ছিলো, আওয়ামী লীগকে ২৩৪ বিলিয়ন টাকা, যা পাচার হয়েছে, তা ফিরিয়ে দিতে হবে। এছাড়া, গুম হওয়া অগণিত মানুষের জীবনও ফিরিয়ে দিতে হবে।
তিনি জানান, যতদিন পর্যন্ত এ সব ক্ষতিপূরণ প্রদান না করা হবে, ততদিন আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া উচিত নয়।
তিনি বলেন, আওয়ামীলীগ আগে এগুলো ফিরিয়ে দিক। তারপর ফিরে আসুক।
রাফে সালমান রিফাতের এ বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, শিবিরের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর সমালোচনা করা হয়েছে।
রিফাতের বক্তব্যের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন টার্ন নিয়ে আসতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে এ ধরনের বক্তব্য সাধারণত বিরোধী দলের শীর্ষ নেতাদের মধ্যে প্রভাব বিস্তার করতে সাহায্য করতে পারে।
সবার দেশ/কেএম