যা জানালেন আজহারি
ফিলিস্তিনিদের জন্য বিশ্ব মুসলিমের করণীয়

ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয় ও ইসরায়েলি নিপীড়নের প্রেক্ষাপটে বিশ্ব মুসলিমদের করণীয় নিয়ে কথা বলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। রোববার (৬ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি স্ট্যাটাসে তিনি মুসলিম উম্মাহর বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিশ্লেষণ করেন।
আজহারি লিখেছেন, গত কয়েকদিনের ছবি ও ভিডিও ক্লিপসগুলো দেখার পর এক অসহনীয় কষ্টকর সময় পার করছি। এর মাঝেও আমাদের করণীয় নিয়ে ভাবনা প্রয়োজন, আত্মসমালোচনার প্রয়োজন। তিনি বলেন, মুসলিম জাতি আজ নিজেদের পরিচয় ভুলে গেছে বলেই উম্মাহ নানা সংকটে পড়েছে।
শুধু প্রতিক্রিয়া নয়, প্রয়োজন কার্যকর বিকল্প
তিনি বলেন, শুধুমাত্র প্রতিক্রিয়াশীল না হয়ে আমাদের প্রয়োজন একটি ক্রিয়াশীল জাতি হিসেবে নিজেদের গড়ে তোলা। আমরা শুধু তাদের ব্র্যান্ডগুলো বয়কট করতে জানি, কিন্তু নিজেদের কোনো মানসম্মত ব্র্যান্ড নেই, —উল্লেখ করে তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর না হলে এ ধরনের সংকটে মুসলিম বিশ্ব শুধু দর্শকের ভূমিকায় থাকবে।
শিক্ষা ও গবেষণায় জোর দেয়ার আহ্বান
আজহারি মনে করিয়ে দেন, একজন মুসলিম হিসেবে শিক্ষা-গবেষণা ও পেশাদারিত্বে নিজেকে শক্ত অবস্থানে নেয়াই হলো গোটা উম্মাহকে শক্তিশালী করার পথ। তিনি হাদিস উদ্ধৃতি দিয়ে বলেন, দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়।
‘সংখ্যায় অনেক, কিন্তু কার্যত শূন্য’
ফেসবুক স্ট্যাটাসে তিনি একটি প্রভাবশালী হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, মুসলিমরা সংখ্যায় অনেক হলেও কার্যক্ষমতায় তারা যেন ‘সমুদ্রের আবর্জনার মতো।’ আবু দাঊদ শরীফের ৪২৯৯ নম্বর হাদিস উল্লেখ করে আজহারি লেখেন, আল্লাহর রাসুল (সা.) বলেন- ‘অনতিদূরে সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজপাত্রের ওপর একত্রিত হয়।’ তখন সাহাবিরা বলেছিলেন, ‘আমরা কি তখন সংখ্যায় কম থাকবো, হে আল্লাহর রাসুল?’ তিনি বললেন, ‘বরং তোমরা সংখ্যায় অনেক থাকবে। কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনার ন্যায়।’
আত্মসমালোচনা ও নিজেকে বদলের তাগিদ
মাওলানা আজহারির মতে, মুসলিম উম্মাহর মধ্যে ‘আত্মসমালোচনা’ ও ‘আত্মোন্নয়ন’ ছাড়া এ সংকট থেকে উত্তরণের পথ নেই। তিনি সামাজিক-রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মুসলিমদের জ্ঞানভিত্তিক, উৎপাদনক্ষম ও বিকল্পমুখী উদ্যোগে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
সবার দেশ/কেএম