‘মার্চ ফর গাজা’ শিরোনামে ১২ এপ্রিল গণজমায়েত
ঢাকায় বিক্ষোভের ঘোষণা আজহারির, শাহবাগ থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল

ফিলিস্তিনের গাজায় চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিশাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
আজহারি জানিয়েছেন, ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এ সমাবেশটি আগামী ১২ এপ্রিল (শনিবার) ঢাকার শাহবাগ মোড় থেকে শুরু হয়ে শেষ হবে মানিক মিয়া এভিনিউ-তে।
‘গাজাবাসীর পাশে দাঁড়ান’— আজহারির উদাত্ত আহ্বান
ভিডিও বার্তায় মাওলানা আজহারি বলেন, ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর সবচেয়ে ভয়াবহ, নিষ্ঠুর ও বর্বর গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানোর সময় এসেছে। আমি নিজে ইনশাআল্লাহ সশরীরে এ গণজমায়েতে উপস্থিত থাকবো।
তিনি আরও বলেন, এ বিক্ষোভ মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, নির্যাতিত গাজাবাসীর পক্ষে— দল, মত, জাতি, পেশা নির্বিশেষে সকলকে আমি দলে দলে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।
উৎসাহের সঙ্গে প্রস্তুতি নিচ্ছে আয়োজকরা
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এ বিক্ষোভে অংশগ্রহণের জন্য বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী, সামাজিক ও পেশাজীবী মহল ব্যাপক সাড়া দিচ্ছে। আয়োজকদের দাবি, এটি হবে ঢাকায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় একটি শান্তিপূর্ণ গণজমায়েত।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের সকাল থেকেই শাহবাগে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে, এবং কর্তৃপক্ষকে সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিশ্বজুড়ে ফিলিস্তিন সংহতির ঢেউ
ঢাকায় এ বিক্ষোভ এমন এক সময় হতে যাচ্ছে, যখন গোটা বিশ্বেই গাজার গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিউইয়র্ক, লন্ডন, আঙ্কারা, রাবাত, জাকার্তা থেকে শুরু করে ঢাকা— ফিলিস্তিনের জন্য সংহতি জানাতে মানুষ রাস্তায় নামছে।
আজহারির এ ঘোষণার পর বিক্ষোভের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও প্রস্তুতি আরও বৃদ্ধি পাবে বলেই ধারণা করা হচ্ছে।
সবার দেশ/কেএম