Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ২৩ এপ্রিল ২০২৫

‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ 

কমিশন বিলুপ্তি ও প্রতিবেদন বাতিল চান আজহারি

কমিশন বিলুপ্তি ও প্রতিবেদন বাতিল চান আজহারি
ফাইল ছবি

ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বিলুপ্তি এবং এর প্রতিবেদন বাতিলের দাবি জানিয়েছেন। 

মঙ্গলবার (২২ এপ্রিল) গভীর রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন।

তিনি বলেন, কমিশনের প্রস্তাবনা সমাজের ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যের প্রতি অশ্রদ্ধাশীল এবং নারী-পুরুষ নির্বিশেষে দেশের জনগণ এটি মেনে নেবে না। 

আজহারি উল্লেখ করেন, কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত না হলেও গণমাধ্যমে প্রকাশিত সুপারিশগুলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণের মতো ধর্মীয় আইনের ওপর প্রস্তাবিত সংস্কার এবং অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে। প্রতিবেদনে ধর্মভিত্তিক পারিবারিক আইনকে নারী বৈষম্যের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা তিনি মানতে নারাজ।

তিনি আরও বলেন, কমিশনের সুপারিশে বৈবাহিক সম্পর্কের মধ্যে ‘ধর্ষণ’ খোঁজার প্রবণতা এবং পতিতাবৃত্তিকে পেশা হিসেবে মূল্যায়নের প্রস্তাব নারীত্বের অপমান এবং সমাজের পারিবারিক কাঠামো ধ্বংসের ষড়যন্ত্র। এছাড়া, সংবিধানের ২(ক) ধারা সংশোধনের মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলামের স্বীকৃতি বাতিলের প্রচেষ্টা এবং ‘নারী-পুরুষ’ শব্দের পরিবর্তে ‘লিঙ্গ পরিচয়’ শব্দ ব্যবহারের প্রস্তাব এলজিবিটিকিউ+ মতবাদকে প্রশ্রয় দেয়ার ইঙ্গিত বহন করে।

আজহারি দাবি করেন, এ সংস্কার কমিশন ধর্মকে নারী সমাজের প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করছে এবং রাষ্ট্র থেকে ধর্মকে বিতাড়িত করার লক্ষ্যে কাজ করছে। তিনি অনতিবিলম্বেিএ কমিশন বিলুপ্তি, এর প্রতিবেদন বাতিল এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল নারী-পুরুষের ন্যায্যতা নিশ্চিতকরণে সংস্কারের দাবি জানান।

সবার দেশ/কেএম