জুলকারনাইনের ফেসবুক পোস্ট
উপদেষ্টা আসিফের বাবার ‘ঠিকাদারি লাইসেন্স’
অনেকে এটাও বলছেন, উপদেষ্টা বা তার আত্মীয়দের বৈধ জীবিকা নির্বাহের অধিকার নিশ্চয়ই আছে। তবে সেটা কোনও অবৈধ পথে হয়েছে কিনা কিংবা সেখানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে কি-না সেটা নিশ্চিত না হয়ে এভাবে সংবাদ পরিবেশন কোন সুস্থ সাংবাদিকতার কাম্য হতে পারে না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের দাবি করেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এ দাবি করেন, যেখানে লাইসেন্সের একটি ছবি সংযুক্ত করা হয়।
জুলকারনাইন তার পোস্টে লেখেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা জনাব বিল্লাল হোসেনের এলজিইডির ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে। লাইসেন্সটি যাচাই করে দেখা যায়, এটি ১৬ মার্চ ২০২৫ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী, এলজিইডি কর্তৃক ইস্যু করা হয়।
তিনি দাবি করেন, এ বিষয়ে আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে বিষয়টি অজানা বলে জানান এবং যাচাইয়ের জন্য সময় চান। পরে আসিফ নিশ্চিত করেন, লাইসেন্সটি সঠিক, তবে তার জ্ঞাতসারে এটি করা হয়নি। আসিফ জানান, একজন স্থানীয় ঠিকাদার তার শিক্ষক পিতাকে লাইসেন্স নিতে প্ররোচিত করেন, এবং এ লাইসেন্স ব্যবহার করে কোনো কাজ করা হয়নি।
এ পোস্টটি সোশ্যার মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, অনেকে এটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন। আবার অনেকে এটাও বলছেন, উপদেষ্টা বা তার আত্মীয়দের বৈধ জীবিকা নির্বাহের অধিকার নিশ্চয়ই আছে। তবে সেটা কোনও অবৈধ পথে হয়েছে কিনা কিংবা সেখানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে কি-না সেটা নিশ্চিত না হয়ে এভাবে সংবাদ পরিবেশন কোন সুস্থ সাংবাদিকতার কাম্য হতে পারে না।
সবার দেশ/কেএম