Advertisement

সাতক্ষীর প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৩, ২৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ০২:২৮, ২৩ জানুয়ারি ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে ৩০ নেতাকর্মী আহত 

১৪৪ ধারা ভেঙে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

১৪৪ ধারা ভেঙে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষে জড়ায় উপজেলা ও পৌর বিএনপির দুই গ্রুপ। এতে কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হন।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে একই স্থানে বিএনপির দুপক্ষের কর্মসূচির ডাক দেয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। বিকেল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আলোচনাস্থলসহ পৌর এলাকায় এ নির্দেশনার আওতায় আনা হয়।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বিকেলে শ্যামনগর সদরের এম এম প্লাজার পাশে কৃষক দলের কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আনন্দ মিছিলের সঙ্গে সমাবেশের ঘোষণা দেয় বিএনপির একাংশ। অন্যদিকে দলটির আরেকটি অংশ একই সময়ে ওই স্থানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালা ও লিফলেট বিতরণের প্রস্তুতি নেয়। 

উদ্ভূত পরিস্থিতিতে কোনো পক্ষকেই কর্মসূচি পালন করতে দেয়া হয়নি। উভয় পক্ষ একই স্থানে ও সময়ে সম্মেলন কিংবা আলেচনাসভা আয়োজন করলে ওই স্থান ও আশপাশের সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শ্যামনগর পৌরসভা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন ১৪৪ ধারা জারি করেন।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি রাতে দীর্ঘ ১৪ বছর পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। এ ছাড়া শ্যামনগর পৌরসভা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় সাতক্ষীরা জেলা বিএনপি। এর পর থেকে শ্যামনগরে কমিটির পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ হয়ে আসছে। কমিটি গঠন ঘিরে টানা কয়েক দিন ধরেই শ্যামনগর উপজেলায় উত্তেজনা বিরাজ করছিল।

এরমধ্যেই মঙ্গলবার (২১ জানুয়ারি) শ্যামনগর উপজেলার পূর্ববর্তী ও নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম।

এরই জের ধরে বুধবার শান্তি সমাবেশের ঘোষণা দেয় সোলাইমান কবিরের গ্রুপ। অন্যদিকে রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মশালা ও লিফলেট বিতরণের ঘোষণা দেয় সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের গ্রুপ। এ কর্মসূচি ঘিরে পৌর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল ৫টার দিকে ১৪৪ ধারা চলাকালীন স্থানীয় বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

সবার দেশ/কেএম