খুলনার মিরাজ বিপিএলের সেরা খেলোয়াড়

দল ভালো শুরু পাচ্ছে না? ওপেনিংয়ে উঠে এলেন। ব্রেকথ্রু দরকার, বোলিংয়ে চলে আসলেন। ব্যাটে-বলে দারুণ এক বিপিএল কাটানো মেহেদী হাসান মিরাজ এবার স্বীকৃতিও পেলেন। বিপিএলের এবারের আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খুলনা টাইগার্স অধিনায়ক।
খুলনা টাইগার্সের হয়ে এবার ১৪ ম্যাচে ১৩২ স্ট্রাইকরেট আর ২৭ গড়ে মিরাজ করেছেন ৩৫৫ রান। আর বোলিংয়ে নিয়েছেন ১৩ উইকেট। এর সঙ্গে অধিনায়কত্বে খুলনাকে তোলেন প্লে অফে।
মিরাজের সঙ্গে এ পুরস্কার নেয়ার জন্য প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন খুশদিল শাহ, নাঈম শেখ, তানজিদ তামিমরা। তবে খুশদিল শাহ লীগপর্বের পর আর মাঠে নামতে পারেননি রংপুর রাইডার্সের হয়ে। তানজিদ তামিমের দল পার করতে বাদ পড়ে লীগ পর্ব থেকেই। আর নাঈম শেখ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও তেমন কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেননি।
সবার দেশে/এমকেজে