Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ দলে হামজা

বাংলাদেশ দলে হামজা
ফাইল ছবি

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন হামজা চৌধুরী। তাকে রেখেই রোববার (৯ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

হামজার ডাক পাওয়াটা অবশ্য চূড়ান্তই ছিলো।

বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করলে বাফুফে তাকে দলে পাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করে। গত বছরের ১৯ ডিসেম্বর ধারে খেলতে যাওয়া শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডারকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতিও দেয় ফিফা। বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডপ্রবাসী হামজার মতো ডাক পেয়েছেন ইতালিপ্রবাসী ফাহমেদুল হক। বাংলাদেশি বংশোদ্ভূত এ মিডফিল্ডার ইতালির ক্লাব ওলবিয়া ক্যালসিও এফসিতে খেলেন।

বাংলাদেশের ৩৮ সদস্যের প্রাথমিক দলে আর কোনও চমক নেই। সাম্প্রতিক সময়ে দেশের হয়ে আলো ছড়ানো তারকারাই স্কোয়াডে ডাক পেয়েছেন। কোচ হাভিয়ের কাবরেরা দলে ফিরেছেন হাসান মুরাদ, মোহাম্মদ সোহেল রানা, তারিক কাজী, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জামাল ভুঁইয়া, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিমরা।

অন্যদিকে হামজা-ফাহমেদুলের সঙ্গে প্রথমবার ডাক পেয়েছেন গোলরক্ষক সাকিব আল হাসান, ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত ও দুই ফরোয়ার্ড আরিফ হোসেন ও আল আমিন হোসেন।

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচটি আগামী ২৫ মার্চ হবে। ম্যাচটি হবে ভারতের শিলংয়ে।

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ এবং সাকিব আল হাসান।

ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহমেদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান, শান্ত।

মিডফিল্ডার: মো. হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, রাব্বি হাসান রাহুল, রফিকুল ইসলাম, ইমন শাহরিয়ার, মো. ইব্রাহিম, আরিফ হোসাইন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহমিদুল ইসলাম।

সবার দেশে/এমকেজে