Advertisement

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২২, ২৫ ডিসেম্বর ২০২৪

ফের ব্রাজিলে ফিরছেন অস্কার

ফের ব্রাজিলে ফিরছেন অস্কার
ছবি: সংগৃহীত

একসময় ব্রাজিল ফুটবলের সম্ভাবনায় তারকাদের মধ্যে শুরুর দিকেই অস্কারের নাম উচ্চারিত হতো। সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। তবে ২৫ বছর বয়সেই ইউরোপীয় ফুটবলের চাকচিক্য ছেড়ে যোগ দেন চাইনিজ ক্লাব সাংহাই এসআইপিজিতে। এ দলবদলের মাধ্যমে একেবারেই পাদপ্রদীপের আড়ালে চলে যান তিনি।

দীর্ঘ বিরতির পর আবার খবরের শিরোনাম হলেন অস্কার। সাংহাইয়ের ওই ক্লাবে ৮ মৌসুম কাটিয়ে এবার ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ফিরছেন তিনি। 

বড়দিনে এ সুখবর দিয়েছে তার শৈশবের ক্লাব সাও পাওলো। লম্বা সময় চীনে কাটানোর পর এবার ৩৩ বছর বয়সি অস্কার এ ক্লাবের জার্সি গায়ে জড়াবেন।

তিন বছরের চুক্তিতে পুরোনো ক্লাবে ফিরেছেন অস্কার। পুরোনো ঠিকানায় ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি, ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো, যে ক্লাবে ক্যারিয়ার শুরু করেছিলাম, ভিত্তি তৈরি করেছিলাম এবং বেড়ে উঠেছি, সেখানে খেলার সুযোগ পেয়ে আমি খুশি।

আরও পড়ুন>> ‘কে বলেছে মেসি আমার চেয়ে সেরা’

প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে খেলেন অস্কার। এরপর দুই বছর খেলেন ক্লাবটির মূল দলে। ক্যারিয়ারের লম্বা একটা সময় কাটান তিনি চেলসিতে।

ইংলিশ ক্লাবটির হয়ে সাড়ে চার বছরের অধ্যায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৩ টি ম্যাচ খেলেছেন অস্কার। যেখানে গোল করেন ৩৮টি। এই সময়ে জেতেন প্রিমিয়ার লিগ, লিগ কাপ ও ইউরোপা কাপ।

এরপর চীনা ক্লাব সাংহাইয়ের জার্সিতে গত ৮ মৌসুমে তিনবার চাইনিজ সুপার লিগের শিরোপা জয় করেন একসময়ের এ ব্রাজিলিয়ান সেনসেশন।

সবার দেশ/এফএস