Header Advertisement

Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত

প্রকাশিত: ২৩:৫২, ১৯ মার্চ ২০২৫

আপডেট: ২৩:৫৬, ১৯ মার্চ ২০২৫

হামজার খেলা নিয়ে অনিশ্চিত, ফিরছে না ফাহমিদুল! 

হামজার খেলা নিয়ে অনিশ্চিত, ফিরছে না ফাহমিদুল! 
ফাইল ছবি

দীর্ঘ প্রতিক্ষা শেষে সোমবার (১৭ মার্চ) বাংলাদেশে পা রাখলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেফিল্ড ইউনাইটেডের তারকা ফুটবলার হামজা চৌধুরী। মূলত বাংলাদেশ জাতীয় দলের হয়ে আসন্ন ফিফার উইন্ডোতে খেলতে দেশে এসেছেন এ তারকা মিডফিল্ডার । তবে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হামজা খেলবে কিনা সেটা নিয়ে এখনও অনিশ্চিত কোচ কাবরেরা। তবে তিনি আশা রাখেন ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে হামজার জন্য।

এদিকে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে থাকলেও পরবর্তীতে হ্যাভিয়ের ক্যারবেরার দল থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল ইসলামকে। ফাহমিদুলকে দল থেকে বাদ দেয়ার পর সমর্থকরা তাকে পুণরায় দলে অন্তর্ভুক্ত করার জন্য সমালোচনায় মেতেছেন। তাকে নিয়ে চর্চাটাও হচ্ছে সবচেয়ে বেশি । শোনা যাচ্ছিলো এমন সমলোচনার পর হয়তো আবারো দলে ঢুকতে পারেন ফাহমিদুল। তবে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ জানিয়ে দিলেন ফাহমিদুল ফিরছে না বাংলাদেশ দলের ক্যাম্পে!

তিনি বলেন, আমি মনে করি ফাহমিদুলের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আমি তাকে খুব ভালো করেই চিনি। তাকে আমিই দলের জন্য ডেকেছিলাম। সে মেধাবী খেলোয়াড়, তার সে ধরনের যোগ্যতা রয়েছে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার। আমার মনে হয় তার আরও সময় প্রয়োজন, জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে। তার দলে ফেরার কোনো সম্ভাবনা নেই।

আর দলে হামজাকে পাওয়ার পর তার ভাষ্য, হামজা যোগ দেয়াতে আমরা এখন আগের চেয়ে শক্তিশালী। তার মতো বিশ্ব মানের লিগে খেলা একজন ফুটবলারের দলে যোগ দেয়াতে আমরা বেশ অনুপ্রাণিত। আমরা মানসিকভাবে অনেক এগিয়ে। কীভাবে আমরা পরিকল্পনা করবো, সে বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছি। কীভাবে আমরা সেরা খেলা উপহার দিতে পারি, সেদিকেই মনোযোগ সবার।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: