Header Advertisement

Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ১৬:৪৮, ২০ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৫১, ২০ মার্চ ২০২৫

হামজাকে নিয়েই ভারতের বিপক্ষে বাংলাদেশ দল

হামজাকে নিয়েই ভারতের বিপক্ষে বাংলাদেশ দল
ছবি: সংগৃহীত

হামজাকে নিয়ে আসন্ন ভারতে বিপক্ষে এএফসি বাছাইপর্বের জন্য ২৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শেফিল্ড ইউনাইটেড থেকে বাংলাদেশে পদার্পন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর। মূলত বাংলাদেশ দলের হয়ে এএফসি বাছাইপর্বে অংশ নিতে এসেছেন এ মিডফিল্ডার। তবে তার সাথে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য দেশে আসার কথা ছিলো আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের। তবে কথা থাকলেও সৌদি আরবে বাংলাদেশ দলের সাথে ক্যাম্প শেষে ইতালি ফিরে গেছেন এই ফরোয়ার্ড। 

এছাড়া আসন্ন ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ২৭ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ গেছেন আরও তিনজন। তারা হলেন আরিফ, পিয়াস আহমেদ নোভা ও তাজ উদ্দিন।

এদিকে ভারত ম্যাচের আগেই দলে অন্তর্ভুক্ত করা যাবে সর্বোচ্চ ২৩ ফুটবলারকে । তবে বাফুফের ঘোষিত ২৪ সদস্যের দল থেকে পারফরম্যান্সের উপর নির্ভর করে বাদ যেতে পারেন আরও একজন।

একনজরে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলঃ

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।

সবার দেশ/কেএম