Header Advertisement

Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০০:৪৮, ২৩ মার্চ ২০২৫

আইপিএলে ডাকের অপেক্ষায় সাকিব! 

আইপিএলে ডাকের অপেক্ষায় সাকিব! 
ফাইল ছবি

বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন গত বৃহস্পতিবার । তবে ছাড় পেয়েই সাকিবের চোখ এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি বৈশ্বিক এ টুর্নামেন্ট খেলতে তিনটা ফ্র্যাঞ্চাইজির সাথে নাকি প্রাথমিক আলোচনা সেরেছেন সাকিব আল হাসান।

বিশ্বক্রিকেটের জমজমাট আসরগুলোর মধ্যে অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। অর্থের ঝনঝনানি আর তারকা প্লেয়ারদের ছড়াছড়িতে যে কেউই চাইবে এ টুর্নামেন্টের নিলামে ডাক পাওয়ার জন্য। এবার সে পথে হাঁটলেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

নিলাম থেকে তাকে কোন দল না কিনলেও চলতি আসরে স্পিনে দূর্বল তিন ফ্র্যাঞ্চাইজির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের সাথে যোগাযোগ করে রেখেছেন । যদি তারা কখনো সাকিবকে দলে অন্তর্ভুক্ত করতে চায় তাহলে তিনি খেলতে রাজি আছেন বলে দাবি তুলেছেন ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

শনিবার থেকেই আইপিএল শুরু হয়ে গেছে। ফলে এখনই সাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনা কম। টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তবেই সাকিব সুযোগ পেতে পারেন। আর এজন্য সময় থাকবে ১২টি ম্যাচ পর্যন্ত। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সাকিব জানিয়ে দিয়েছেন, খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি। 

সবার দেশ/কেএম