Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৫, ২৪ মার্চ ২০২৫

আপডেট: ১৩:০৫, ২৪ মার্চ ২০২৫

হেলিকপ্টারে ওঠার আগেই তিনি আবারও লুটিয়ে পড়েন

তামিম ইকবাল গুরুতর অসুস্থ, লুটিয়ে পড়েন মাঠে

তামিম ইকবাল গুরুতর অসুস্থ, লুটিয়ে পড়েন মাঠে
ছবি: সংগৃহীত

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক করেছেন।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান ও শাইনপুকুরের ম্যাচে টস করতে নেমেছিলেন মোহামেডানের অধিনায়ক তামিম। কিন্তু টস শেষে ড্রেসিংরুমে ফেরার পর তিনি অসুস্থতা অনুভব করেন। এরপর মুহূর্তের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

তামিমের অবস্থা আশঙ্কাজনক মনে করে দ্রুত হেলিকপ্টারে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়ার প্রস্তুতি নেয়া হয়। তবে হেলিকপ্টারে ওঠার আগেই তিনি আবারও লুটিয়ে পড়েন। পরিস্থতি বিবেচনায় তাকে দ্রুত সাভারের স্থানীয় কেপিজে হাসপাতালে নেয়া হয়।

মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু জানান, তামিমের অবস্থা খুবই সংকটাপন্ন। ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক করেছেন। বর্তমানে তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।

এদিকে, বিসিবির শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম বলেন, তামিমের হঠাৎ অসুস্থতার খবর শুনে আমরা দ্রুত হেলিকপ্টার ব্যবস্থা করি। কিন্তু হেলিকপ্টারে ওঠার আগেই তিনি আবারও অজ্ঞান হয়ে পড়েন। ফলে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

তামিমের অসুস্থতার খবরে বিসিবির কার্যনির্বাহী কমিটির আজকের নির্ধারিত সভাও স্থগিত করা হয়েছে। তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: