তামিম ইকবালের হার্টে দুটি ব্লক, বসানো হয়েছে রিং

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। উন্নত চিকিৎসার অংশ হিসেবে তার হার্টে রিং পরানো হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন সাভারের বিকেএসপিতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। প্রথমে তাকে দ্রুত ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কেপিজে হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে নেওয়ার পরপরই তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়, যেখানে হার্টে দুটি ব্লক ধরা পড়ে। দ্রুত এনজিওপ্লাস্টির মাধ্যমে ব্লক অপসারণ করা হয় এবং চিকিৎসকরা তার হার্টে রিং পরিয়ে দেন।
চিকিৎসকদের মতে, তামিমের অবস্থা এখন স্থিতিশীল তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিসিবি ও তার পরিবার আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও জানা গেছে, তার স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নতির দিকে।
তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ দেখা দেয়। সতীর্থ, ভক্ত ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী কয়েকদিন তার জন্য গুরুত্বপূর্ণ এবং এ সময় তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
সবার দেশ/কেএম