২৫ বছর পর বায়ার্ন ছাড়ছেন মুলার!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন গত বছর। এবার সবধরণের ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন বায়ার্ন মিউনিখ এবং জার্মানির তারকা ফুটবলার টমাস মুলার।
খেলোয়াড়ী জীবনে মাত্র দুইটা দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মুলার। একটি জার্মানি জাতীয় দল অন্যটি ইউরোপের শীর্ষ ৫ লিগের একটি বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখ । ২০০০ সালে বায়ার্ন একাডেমিতে নাম লেখা মুলার দলটির হয়ে গড়েছিলেন ক্যারিয়ার । ২০০৮-০৯ মৌসুমে বায়ার্ন সিনিয়র দলে অভিষেকের পর আর পিছনে তাকাতে হয়নি এ ফরোয়ার্ডকে।
তবে সব কিছুকে বিদায় অবশেষে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি টানছেন জার্মানির ক্লাবটির হয়ে। জানা গেছে চলতি মৌসুম শেষে আর বায়ার্নের জার্সি গায়ে মাঠে দেখা যাবে না এই তারকা ফুটবলারকে।
২০২৪-২৫ মৌসুম শেষে বায়ার্ন থেকে বিদায়ের খবর জানিয়ে ক্লাবের বিবৃতিতে নিজের অনুভূতি তুলে ধরেছেন মুলার। মাত্র ১০ বছর বয়স থেকে বায়ার্নের সঙ্গে বেড়ে ওঠার প্রসঙ্গ তুলে বিশ্বকাপজয়ী এ ফরোয়ার্ড বলেছেন, আজকের দিনটা আমার অন্য সব দিনের মতো নয়। বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবে আমার ২৫ বছরের পথচলা এ গ্রীষ্মে শেষ হতে চলেছে। এটা এক অবিশ্বাস্য যাত্রা ছিলো, যা অনন্য সব অভিজ্ঞতা, দুর্দান্ত সব লড়াই এবং অবিস্মরণীয় সব জয়ে ভরা।
মুলার বায়ার্নের হয়ে ৭৪৩ ম্যাচে মোট ২৪৭ গোল করেছেন। ক্লাবটির হয়ে জিতেছেন ১২টি বুন্দেসলিগা, ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি চ্যাম্পিয়নস লিগ, ২টি উয়েফা সুপার কাপ এবং ২টি ফিফা ক্লাব বিশ্বকাপ।
সবার দেশ/কেএম