Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭, ৬ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:৪২, ৬ এপ্রিল ২০২৫

ড. নুরুজ্জামান উশু ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত

ড. নুরুজ্জামান উশু ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত
ছবি: সবার দেশ

ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও, বাংলাদেশ উশু ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন! এর মাধ্যমে ক্রীড়া নেতৃত্বে ড্যাফোডিল ফ্যামিলির এক নতুন অধ্যায় শুরু হলো! 

এ ফেডারেশনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের জিওসি এবং দুই তারকা প্রাপ্ত মেজর জেনারেল এ. এস. এম. রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।

উশু আধুনিক চীনা মার্শাল আর্ট বা কুংফু-ভিত্তিক একটি খেলা, যা আত্মরক্ষা, শারীরিক ফিটনেস, আত্মনিয়ন্ত্রণ এবং প্রদর্শনমূলক দক্ষতার সমন্বয় করে। বর্তমানে এটি বিশ্বের ১৫০টির বেশি দেশে চর্চিত হচ্ছে।

ড্যাফোডিল ফ্যামিলি এবং Daffodil International University এর স্পোর্টস সায়েন্স বিভাগের নেতৃত্বে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য:

  • সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে উশু ছড়িয়ে দেয়া
  • আধুনিক প্রশিক্ষণ ও অ্যাথলেট উন্নয়নে স্পোর্টস সায়েন্স প্রয়োগ
  • ক্রীড়া কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক সম্পৃক্ততা
  • মার্শাল আর্ট ও শারীরিক শিক্ষার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন

ড. মোহাম্মদ নূরুজ্জামান তার ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন। তিনি ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মোঃ সবুর খানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: